মালদা

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, চাঞ্চল্য গাজোলের আলাল কদমতলী গ্রামে

বিজেপি তৃণমূল সংর্ঘষ। ঘটনায় ৫ জন বিজেপি কর্মী আহত। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজোলের আলাল কদমতলী গ্রামে। গুরুতর আহত তিনজন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।

বিজেপির অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকায় বিজেপির হয়ে কাজ করেছিল ঘটনায় আহত কর্মীরা। এরপর থেকেই এদের শাসক দলে যোগদানের জন্য চাপ দিতে থাকে। না হলে প্রানে মারার হুমকি দিতে থাকে তৃণমূলের দুষ্কৃতিরা বলে অভিযোগ। রবিবার রাত্রি বেলা কাজ সেরে মহিবুর রহমান, এনামুল হক, মুজিবুর রহমান, বাড়ি ফিরছিলো। সেই সময় তাদের ঘিরে ধরে মারধর করে তৃণমুল কর্মী ফারুক শেখ সহ তার দলবল। গ্রামবাসীদের তৎপরতায় তাদের উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় আহত মনিরুল রহমান অভিযোগ করে বলেন, আমারত বিজেপি করি। এলাকায় তৃণমূল পাশ করে। এরপর এদিন রাতের অন্ধকারে আমাদের উপর চড়াও হয় আমাদের মারধর করে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/f1UKcYLgtCs